বিদ্যা কাঁদে রাজার হাটে, সন্ত্রাসে তার রাত্রি কাটে
সবার মাঝে, রাজার আগে, হয় না সে আর বন্দিত !
ঘুরেছে দিন, বিদ্বান নয় সর্বত্র 'পূজ্জিত"!


হ্মমতা দেখায় আগুন চোখ, নিয়ম মেনে বিপদ রোজ !
অত্যাচারীর কৃপাণ খড়গে কর্মযজ্ঞে খণ্ডিত -
বধ্যভূমির ভয়ের মেঘে আচার্য আজ শঙ্কিত !


শাসক চালায় পেট-লাথি, মৃত্যু রাতে নেই সাথী !
জীবন হারায় অপঘাতে রহস্যেতে আবৃত -
ভোটের বাদ্য আবার করল জীবন শান্তি লুণ্ঠিত !