শ্রাবণ কাঁদে অঝোর ধারায়
মায়ের পায়ের পাতায়
মা চলে যায় দূরের দেশে
সবপিছুটান ফেলে।


সেই না-ফেরার দেশের বুঝি
সত্যি এত টান !
আকাশভরা সূর্যতারায়
ঠিক আছে কোনখান ?


কোথায় পাব স্নেহের পরশ
মায়ের ভালোবাসা?
শীতল হবে মা হারানোর
বক্ষ-দহন জ্বালা।


মায়ের রাগে মিষ্টি আদর
আবার কোথায় পাই?
ঝর্ণাজলে খুঁজে ফিরি
মায়ের অস্থি-ছাই !


মায়ের স্নেহ-স্পর্শ যে পাই
দেশের মায়ের বুকে-
হারায়নি মা, ছড়িয়ে আছে
এই মাটির-ই মাঝে।


এই মাটির-ই হৃদয় জুড়ে
জমাট হাসি কান্নায়-
মায়ের আশীষ ছড়াক দ্যুতি
লক্ষ হীরে পান্নায়।


শস্ত্র ছেঁড়ে না, অগ্নি দহে না
শ্বাশ্বত সে পুরানো-
জননী ও জন্মভূমি-ই
পরমাত্মা জেনো।