পুত্র হলেই বংশবৃদ্ধি, কন্যায় শ্রী-ক্ষয়
তাইত হেলায় মেয়েবেলা, কাঙ্ক্ষিত সে নয়।
অনাকাঙ্ক্ষিত জীবন যখন, ভ্রূণ-নিকাশ সোজা
দেখলে আলো এই পৃথিবীর, বাড়বে মিছে বোঝা।
ফসকে গেলে বালিশ চাপা, হাসপাতালের ঘরে
স্তনদায়িনী খুন করে কি নাম কেনে সংসারে!
হারিয়ে গেছে কম বয়সের ফুটফুটে এক মেয়ে,
অসাবধানের বয়স দোষে পুরুষচোখে চেয়ে।
দুচোখ চেয়ে গরীব বাবা থানায় আছেন পড়ে,
বিসর্জনের পরেও যদি লক্ষ্মী আসে ঘরে!
আরেক মা-বাপ বুদ্ধি ধরেন, আত্মজা কেই বেচে,
লক্ষ টাকা ঢোকান ঘরে দালালবাবুই যেচে।
এমনি এসব পাপ ধুয়ে যায়, পূণ্যে ভরা ঘরে,
হাওয়ায় মেলায় হাজার কান্না লজ্জার অক্ষরে।