এখন শব্দ জমে আছে সুরঙ্গের ভেতর-
ওপরে নির্মীয়মাণ সুবিন্নস্ত ঘর।
কে আর খুঁচিয়ে আগুন জ্বালাতে চায়?


আত্মপ্রচারে মুখোশ পড়ে হয়েছি বুদ্ধিজীবী,
জানোই ত এ আমার অহমিকা দাবী
কে আর মৃত মৌমাছির গল্প শোনাতে চায়?


সে তো ঝুড়ি ঝুড়ি স্মৃতি শতাব্দী প্রাচীন
মানচিত্রে তখনও পূর্বজার্মানী, সোভিয়েত ইউনিয়ন, চীন-
কে আর কবরখুঁড়ে শব-সাধনা করবে আজ?


বর্তমান মজেছে পণ্যায়নে, অহর্নিশ চলছে নিজেকে বিক্রয়-
এটাকোনো হাড়কাটা গলির স্মৃতি নয়,
সব গলি আজ একই কথামালা বলে।


কোন অনিবার্য বাধ্যবাধকতায়
আমরা স্বদেশী থেকে হলাম বিপ্লবী
আর বিপ্লবী থেকে আত্মা-উপজীবী!!!
আর কি হারানোর আছে বলো?
কে আজ সাধ করে নিজের ভাতঘুম ভাঙাতে চায়!


হে প্রেমিক পুরুষ, হে চিরকালের কবি-
অসীম প্ররোচনায় আজ বিস্মৃত তোমার ছবি
কন্ঠে আজ বাণী মোর যত
কিছু বিক্রীত, কিছুবা বিকৃত
বহু যত্নে সাজিয়েছি সোনার তরী
মনে নিয়ে সংশয, এখেলায় যদি যাই হারি!!!!??