গুড় গুড় সংগীতে বাতাসের ইঈিতে
আসে যেন কোন বীর অম্বরে আজি,
বিদ্যুৎ ঝ্লকে
নেমে এক পলকে
ঝরায়ে দিল তাদের ছিলো যারা সাজি।


গুঞ্জিত অলিরা পুষ্পকে এরিয়া
সারে সারে উদ্দামে সম্মুখে ধায়,
বাতাসের ঝটকায়
সব ফুল চটকায়
পক্ষির কলরব চুপ হোয়ে যায়।


নীড় হারা বিহঙ্গম শ্যামবন শাখে বসে
হ্তাশায় চেয়ে থাকে আকাশের পানে,
মেঘেদের ধমকে
দেয়া ওঠে চ্মকে
তাহারও জানে যেন এ গানের মানে।