বয়স এখন মাথার উপর সন্ধ্যাভরা চাঁদ-
হাতভরা তার জ্যোৎস্না চুড়ি, কেউ বলে না আর তো ছুড়ি
হাত বাড়িয়ে সূর্য সবাই বলে ওঠে, তরী! চাঁদের নায়ে পায়ে পায়ে
ঢেউ ছড়িয়ে যাও; জলের কথা কইলেই কেন
ভিজে সারা গাও
!