মিষ্টির ডালা নিয়ে শষ্ঠীচরণ
শ্বশুরবাড়ির দিকে দিল হন্ট্ন।
করোনার ভয়ে বৌ বাড়িতেই ছিল
একা শালি, ভেবে খুশ শষ্ঠীর 'দিল'-ও।
হাঁটতে হাঁটতে ভেবে লাগছিল বেশ
শালিকে খাওয়াবে আজ মিঠে সন্দেশ।
একে একে জড় হয় ভাবনার পাখি
হতে পারে কি কি পেলে শালিকে একাকী।
এই বুঝি সে পাখিরা ডানা মেলে ভাসে
মৌতাতে শষ্ঠীর চোখ বুজে আসে।
চোখ খুলে দ্যখে শালি তার দিকে হেসে
দাঁড়িয়ে রয়েছে নার্স-এর পাশে।
হায় রে সে পাখিদের পাখনা ছিল না...


রাস্তার ম্যনহোলে ঢাকনা ছিল না।