এখনো কি ঘুমিয়েই নাকি?
এই এত কোলাহল, এত ডাকাডাকি
এর মাঝখানে,
কি করে যে ঘুমাও কে জানে...


এই তো সকালে
দামাল বাতাস এক কোথা থেকে এল,
বেলাগাম দাপাদাপি করে চলে গেল
তাও ঘুম চোখে।
দুপুরের দিকে
ডেকে ডেকে বয়ে গেল একখানা নদী
সে মিশবে সাগরে, তবু তুমি যদি
কিছু ক্ষন তার সাথে কথা বলে নিতে
রাজি ছিল সে সাগরে মিশতে দেরিতে,
তুমি ঘুমিয়েই ছিলে।
যখন বিকেলে
কোথা থেকে দুটো মেঘ এসে
ঝগড়া করল খুব, ঝগড়ার শেষে
মিলে মিশে ঝরে গেল বারিধারা হয়ে,
তুমি তখনো ঘুমিয়ে।
রাতে তারপরে
কচি কাঁচা কিছু তারা উঠে পাশাপাশি
তোমার ঘুমানো মুখে আলো ফেলে
সে কি হাসাহাসি...
তুমি ঘুমের গভীরে।


এবার তো ওঠো, এবার তো চোখ দুটো মেল
একদিন তা তো নয়,
জীবন যে ঘুমে কেটে গেল।