ঝড় আসে রোদ্দুরের পরে
কোথাও তুমি নেই


একাকী আমি অন্ধকারে
কোথাও আলো নেই


সেই সময় খুঁজে পেলাম তাকে
হঠাৎ ব্যথা নেই


সে ছবি দেখায় মনের ভিতরের
কোথাও তুমি নেই


সে গান শোনায় অজানা কোন সুরে
কথায় তুমি নেই


সে নিয়ে গেল দিগন্তের পাড়ে
কি করে জানা নেই


সেই দেশে ঘর ছিল তাসের
রামধনু ছিল আকাশে
সেখানেও তুমি নেই


আর ছিল ঘোড়া পক্ষীরাজের
রংবেরঙের ফুল ছিল গাছে
কোথাও দুঃখ নেই


সব গাছ ভরে ছিল ফলে
শুশুকের দল ছিল জলে
হতাশা কোথাও নেই


পরীদের পাল সরোবরে
ডানা তাদের রাখা ছিল পাড়ে
কিন্তু রাণী কই?


তারপর চড়ে পক্ষিরাজে
উঠে পড়ি পরীদের প্রাসাদে
রাণী ছিল রাজকীয় সাজে
একাকী দাড়িয়ে এক ছাদে


ভয় নিয়ে চাহি তার পানে
চেনা নীল চোখের গভীরে
চেনা গলার স্বর গেল কানে
তরিতের স্রোত বয় শরীরে


পায়ের নীচে মাটি গেল সরে
নিবিড় অন্ধকার এল নেমে
কোথা যেন যাচ্ছি পড়ে
তার কথা শুনি থেমে থেমে


"কোথায় তুমি কই?"


চোখ খুলি ঝাকুনির পড়ে
কোথাও আমি নেই


একাকী তুমি অন্ধকারে
কোথাও আমি নেই