একটা আলোর বাতি,
ছোটবেলার বাঁশী,
একটা খামভরা নিমন্ত্রণ পত্র,
কিছু বোতাম,
খালি গ্লাস, ভরা পেনের বাক্স,
বেশ কিছু তার,
একটা গিটার এর প্লেকট্রাম,
আমার সবার ছবির ছক্কা,
সবকিছু একটা ছোট্ট আলমারির ওপর।
তার পাশে একটা খাট,
তার ওপর শুয়ে আমি লিখছি,
আজকাল সবাই এই সব নিয়েই লেখে, নাকি?
মনে মনে ভাবলাম,
কি চমৎকার প্রতিভা,
নিজেকে নিজেই ফানুসের মতন ফুলিয়ে দিলাম।
কোথায় লিখছি বলুন তো?
খাতায় নয় মোবাইলে।
আজকাল কে খাতায় লেখে?
মোবাইলে লিখলে প্রচারের সুবিধে
লোকে জানবে কি করে?