দুপুর রোদে তেতে পুড়ে
এই শহরের পথ হাঁটি,
বিকেল নামলে
শেষে সন্ধেবাতাসে
পায়ে পায়ে তোমায় পাব জানি।


সহসা যখন দুপুর ফুরোয়
আকাশ ঢাকে মেঘে,
রাজপথ তখন বৃষ্টি-সাজে
বুকের মাঝে জাপটে ধরে
প্রতীক্ষায় থাকে নির্নিমেষে--
জলছবিতে শুধু তোমায় দেখবে বলে।


বৃষ্টিধোয়া বিকেলবেলা
বড্ড জলের গন্ধ মাখা,
বড়োই বেশি এ আদেখলেপনা--
তোমায় বেশি বেশি করে চাওয়া।


রোদ বৃষ্টি আর ঘামের শহরে
বুক ভরে শ্বাস নিই,
বিকেল শেষে সন্ধেবাতাসে
তুমি আসবেই--
এটা ঠিক জানি।


জলের গন্ধে আর বৃষ্টিফোঁটায়
নেহাতই আমার এ পাওয়া,
এভাবেই এই শহরের পথে ঘুরে ঘুরে
তোমাকে বড্ড বেশি করে চাওয়া।