আজ নতুন বৃষ্টিতে ভিজল শহর
ভিজল মানব ও মানবী সন্ধেটা
ভিজলাম আমি , ভিজলে তুমি
ঢেউয়ে ঢেউয়ে হল কথা --
হাতে হাত রেখে আবার গেল
সেই একে অন্যকে চিনে নেওয়া ।


ধুলো ওড়ে ,
ধুলোর ঝড়ে ঢাকল মুখ
আড়াল করলে চোখ হাতে --
তাতে কি আটকাল আর শেষে
আমাদের চোখে চোখ রেখে
অনেক ধীর কোনো বিনিময়ে !


শহর দেখেছে কালবৈশাখী প্রথম
নব বৈশাখের এই সন্ধ্যায়
ধুলো ঝড় আসে , বৃষ্টি হাত ধরে
তারপর নিমেষেই সব ঠান্ডা ।