সেদিনও থামতে না জানা জীবনকে
কুর্নিশ করেছি
সায়াহ্নের সমুদ্রতটে দাঁড়িয়ে,
চেনা ছক আর
চেনা জীবনের বাইরে
আমার বাঁচার অভ্যাস
বা উপায়ান্তরে এভাবেই বেঁচে থাকা।
ইঞ্জিনের অবিরাম শব্দ থামেনি হয়তো
আর তাতে এই ঝুঁকিবহুল জীবন
বেশ খানিকটা পুষ্ট হয়েছে
এ ক'বছরে।
সচরাচর সহযাত্রী জোটে না
এ পথে,
তাই কোনো প্রত্যাশা না রেখেই
এই সায়াহ্নের সমুদ্রতটে
এসে দাঁড়িয়েছি
আমি একা যাত্রী বারবার।