তুমি কী হারিয়েছ যে সর্বদা হারজিতের হিসেব করছ
ক্ষতির পাল্লা ভারী কিনা বুঝতে বারবার পিছনে ফিরে তাকাচ্ছ-
আমার সন্তপ্ত হৃদয়ে ওষধির নির্যাস লাগাতে লাগাতে
কেউ একজন একথা বলেছিল কোনো একদিন৷ আমাকেই।
তারপর থেকে আমি বাগানে শুধু প্রজাপতির উড়ে বেড়ানোই দেখেছি,
সুয্যিদেবও নিরাশ করেননি-
অঢেল আলো বাতাসে মিশিয়েছেন ৷
সেইদিন থেকে আমার সাজানো বাগানে
আলো বাতাস আর একদল প্রজাপতি-
সব মিলেমিশে শুধু একটি সুন্দর সকাল
আর বেঁচে থাকা দিনগুলোর ডায়েরির পাতাও
ক্রমশ রঙিন থেকে রঙিনতর-


সব ডায়েরি লেখকেরই বোধহয়
এরকম একটা করে সাজানো বাগান
আর সুন্দর সকাল থাকে।