বাচ্চা ছেলেটি ঘুমিয়ে ঘুমিয়ে ভুল বকছে
বাচ্চা ছেলেটির কপাল জুড়ে এখন ভীষণ জ্বর,
ঘুমের মধ্যে আমিও নাকি আজকাল অনেক কথা বলি
আমার মনের ভিতর তোলপাড় করে ভীষণ ভীষণ ঝড়।
জ্বরের আছে জলপট্টি
মনের চোখকে কীসে বাঁধি,
আজকাল আমি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কথাই বলি।
কথা ফুরোলেও থেকে যায় যত চুপকথা
শব্দহীন তাদের আসা আর যাওয়া--
আমার মনের ভিতর তোলপাড় করে যে ভীষণ ভীষণ ঝড়।


বাচ্চা ছেলেটির তবু আছে মায়ের স্নেহডোর ঠিকানা
আমার রাতঘুমের সঙ্গী শুধু এই শব্দহীন ভাষা
এভাবেই ভাঙছি আমি খড়কুটো সামলে
আছি নতুন সূচনার অপেক্ষায়।