দূরে পথ ডাক দেয়
ইশারা যেন জীবনের স্পন্দন,
তোমাকে দেখেছি ব্রিজের মাথায় দাঁড়িয়ে
জেব্রা ক্রসিং যেন তোমাকে দেখব বলেই,
সিগন্যাল সবুজ হয়
তোমার কাছে একটু করে এগিয়ে যাওয়ার ছলে।
তোমাকে দেখেছি ব্রিজ থেকে বহুতলে
কখনো শুধু চৌরাস্তার মোড়ে--
হয়তো ধরেছ হাত তোমার কোনো প্রিয়পুরুষের।
শহরের বইমেলা চত্বরে
উষ্ণ চায়ের সাথে চুম্বন বিনিময়ে
তোমার নিভৃত স্পর্শ সুখে
আমার দিনযাপনের নেশা জাগে ।
শুধু পথ রয়ে যায় প্রতীক্ষায়
ইশারা ছড়িয়ে দেয় জীবনের স্পন্দন
হাতছানি পেলে
আরো দ্রুতগামী হয় চলার নেশা --


ওদিকের দূর সিগন্যালে
শুধু তোমারই তো দাঁড়িয়ে থাকার কথা হয়েছিল।