আশ্বিনে শ্রাবণ নেমে এলে
কাঁচের জানালায় আকাশের নীল জমিতে
আঁকে ধানের সোনালি রঙ
অগোচরে ধুয়ে যায় চোখের কাজল
কপালের টিপে বিজলি চমকা।  
ঝির ঝির ঝরে জল
মাথার উপরের ধূসর চাঁদোয়া থেকে।


বহুদিন বিন্দুধারণের পর আশ্লেষে তৃপ্ত মাটি।
লজ্জায় কুঁকড়ে যায় কিশোরী কাশবন
নুয়ে পড়ে...  তার বিবশ শরীর ভারি হয়ে গেছে।


অকাল শ্রাবণ পরোয়া করে না
আজ তার বিন্দুক্ষরণের সাধ
মহীরূহ পাতায় ধরে রাখ অশ্রুর মায়াবী কাজল