ব্রাভো হক, বাজপাখী তুমি, নখরে হেনেছ মৃত্যু।
ছিন্নভিন্ন ভিয়েৎনামের পোড়া মাটি আঁকে চিহ্ন।
তবুও কি তুমি জয়ী হয়েছিলে বাজ?
হ্যানয় তোমায় তাড়িয়ে দিয়েছে গণ প্রতিরোধ গড়ে।


আগ্রাসী বাজ, আফিমের লোভে চাপিয়ে দিলে যে
যুদ্ধ, কত প্রাণ নিলে! আগুন জ্বালিয়ে লকলকে জিভে
গিরিকন্দরে মৃত্যু ঢেলেছ। জয়ী না কি? হায়!
আফগান ছাড়, কাবুলও এখন আর নিরাপদ নয়।


নাজিবের মত সাদ্দামও শেষ! বাগদাদে জয়ী নাকি?
যুদ্ধ হেনেছ লোভী বাজ ঠোঁটে তেলের খনির লোভে।
হাজারে হাজারে পুড়িয়েচ মেরেছ লালসার বহ্নিতে।
পুতুল বসালে, তবু পালাচ্ছ, নিরাপদ নয় বসরাও।


লোভের তাড়না ছুটিয়ে মারছে লিবিয়া, তুর্কিতে
তাহিরির যত বসন্তসেনা তোমাকেই শাপ দেয়।
শান্তি মুছেছ জনজীবনের, শুষেছ খনির সম্পদ
তবু পালাচ্ছ, মরু সাহারায়, বৃথা সম্পদলোভে।


রোজাভা-মেয়েরা হারিয়ে দিয়েছে আইসিস বধ করে
নারীর হাতে পরাজিত, মারো অবোধ শিশুকে সিরিয়ায়।
এই বসন্তে বিলাপী বিশ্ব তোমার চাপানো যুদ্ধে।
তবু যদি সংযত হতে! ছোবল দেবে কি কোরিয়ায়?


মৃত্যুব্যাপারী, তাকাও এবার নিজেরই ঘরের দিকে
ছেয়েছে বেকারত্বের বিষবাস্প, ঘোর সংকট ঘনীভূত।
কোথায় পালাবে? প্রলয়ের আঁচ অন্ধও খুব জানে।
শিশুহারা মাতাদের অভিশাপ বাজের ডানাটা চেনে।


সময় আসছে, চরম পতন, দু:সহ অভিঘাতে
ট্রাম্প নয়, শুধু পরাজয় কথা তোমার ললাটপাতে।