আমনের বুকে দুধ জমলে বুঝি
হেমন্তের অবসান হল বলে।
সাগরতীরে পেতে রাখা পায়ের ছাপে
শুনি বসন্তের আগমনী।


পৌষালী ভোরে ঘাসের ডগায় শিশির,
বীরাঙ্গনা মা-বোনের অশ্রুকণা
নবসূর্যের গায়ে রক্তিমাভায় ভায়ের রক্ত
হানাদার হায়েনার শিকার।


তবু আজ বাপের গোরের মাঠে
বান আসে নবফসলের
সোনালি রোদে তবু উজ্জ্বল ভাস্বর
শিকলছেঁড়া বিজয়ী বাংলা মা।


১৬ ডিসেম্বর, ২০১৭