কবি কখনও কখনও মৃতদেহ বয়ে যায়
কবি তখন রাত্রিদিন অন্ধকার ছুঁয়ে থাকে
অন্ধকারে কুহক ডাকে
কুহকী বাতাস বয়ে যায়
কবি সেই বাতাসে মৃতদেহ নিয়ে
রাত্রিদিন জীবনের গান গায়।


অন্ধকার টুকরো হতে হতে
মায়ার সাগরের বালুচরে ছড়িয়ে পড়ে
যৌবনের ঢেউ ফেলে যায় ফেনিল স্মৃতি
স্মৃতিরা জীবন্ত হয়
জীবনের জলসাঘরে তোলে কাব্যিক গুঞ্জন
কবির কাধের মৃত কবিতা জীবন পায়।