বৃষ্টি ভেজা রাত পোহালে
মনের খাতায় কি লিখেছিলে
পড়ছে কি তা মনে?

মাতাল হাওয়া দিচ্ছে নাড়া
উথাল শরীর পাগলপারা
বনের সঙ্গোপনে।

শিউলি-সকাল সোনার আলো
বা, চাঁদনী রাত কী জমকালো
নিবিড় আলিঙ্গনে...

শিশিরভেজা বসন্ত বায়
ফুলকাননে মৌমাছি ধায়
সুরের গুঞ্জরণে।

সে সুরে বাজে হৃদদোতারা
কিসের টানে বাঁধনহারা
ইচ্ছে-নাচন মনে!