বৃষ্টি হচ্ছে খুব হিজলের বনে


ধরো, বৃষ্টি যদি আজ নাই বা হতো
সাদা মেঘের ডানায় মাখতো রোদ


যদি, কুঁড়েঘরের চালের ফুঁটো দিয়ে
বৃষ্টি নয়, আসতো সোনালি আলো


ভেজা খুদকুড়ো চিবিয়ে খাবার আগে
উনুনে ফুটতো এক মুঠো সাদা জুঁই


জল-থই থই দাওয়ার বদলে যদি
থাকতো শুকনো আল্পনা দেওয়া জমি


জানি না তোমায় এভাবে পেতাম কিনা
ব্যথার রাতেই তোমার স্পর্শ পাই।


অজানায় গেছো, তবু টের পাই মনে।
বৃষ্টি ঝরছে খুব হিজলের বনে।