কখনও মনে হয়, উড়িয়ে দিই সেই গান
ডানায় ভরে দিই দু-কাহন চিৎকার
অরণ্য কাঁপিয়ে নাভিমূলে বুনে দিই ঘাস
শিখরে দিই নীলকণ্ঠ পাখির পালক


মনে হয়, বুনো লতায় বাঁধা পুরুষ মাস্তুলে  
নোনা ধরা ছাতা পড়া ঊর্ণমেঘজাল
ধিক্কারী বর্ষণ ডেকে আনুক হনন বেলায়
শরীরি শাস্ত্রের ঢেউখেলা বেলাভূমে


মনে হয়, যাবতীয় শস্ত্রবিদ্যা জলাঞ্জলী দিই
শুধু ও দুটি চোখের সন্মোহন দৃষ্টি কাছে
তৃষ্ণার মরু হয়ে জিভ পাতি রমণের ঘামে
উত্তুঙ্গ মিনার থেকে মেলে দিই দুটি ডানা


যদি দিস, এমন কবিতা বোনার বিদ্যা
যা দেখে লজ্জা পায় বাবুই পাখিও।