জ্বলে যায় কারও মন, কপালে দাউদাউ আগুনের টিপ
অশান্ত কাহার মন অনন্ত প্রেমের টানে অজানা উদ্দেশ্যে
পুড়ে যায় বাদামী পাহাড়, মাঠ, প্রেষিতভর্তৃকার সম্পাতে
তবু মৌনী মূক নৈরঞ্জনা ডুব জলে দেয় স্নেহের অঞ্জলি
কারও দেহে ঢালে স্নিগ্ধধারা, কারও মনে শান্তির পরশ
শ্মশানভূমির খোলাচুল সন্তাপ ছাপিয়ে উড়ে যায় সংকীর্তন
সীতা, যশোধরা, বিষ্ণুপ্রিয়ার কান্না বয় বাউল দোতারা
আর ক্ষীণা নৈরঞ্জনা। অন্নদা সুজাতা তৃপ্তি দিলে গৌতমে
ফের হবে বেগবতী প্রাণের সংগীতে বালিকায় লুপ্ত নৈরঞ্জনা