চারপাশে এইসব মানুষ
যাদের মুখগুলি বিশ্বাসের রেণু মেখে ঊজ্জ্বল
অন্যের মেহনতের দাম পকেটস্থ করে
তারা কানপাশা, দুল, আংটিতে সাজে
ভাড়ার সবুজ চত্বরে বসায়
লাখ টাকায় কেনা গানের পসরা


তাদের কান এঁটো-করা হাসি
এ-মাথা ও-মাথা চতুর পদবিক্ষেপ
অহেতুক ব্যস্ততার অনিবার্য মুখোশে
বাকিদের কাছে সর্বদাই করেছে অধরা
চারপাশে মেহনতিদের দিকে তারা ছুঁড়ছেন
দেশী-বিদেশী অবিশ্বাসের সুগন্ধী রেণু


অমূল্য মেহনতের বদলে নিঃস্ব হওয়া
মানুষের বুক জ্বলে, চোখ পোড়ে
সারা শরীর রি-রি করে রাগে ও ঘৃণায়
হৃদয়কন্দরে শেষনিঃশ্বাস ফেলে
নিস্পাপ বিশ্বাস


বিশ্বাসের অপমৃত্যু হলেও
কাউকে কালো ব্যাজ পরতে দেখি না
কেউ আসে না একবার
ঝুটো কান্নায় ঢেকে দিতে
অবিশ্বাসী শোক
----------------
কোন্নগর,
মাঝ-অক্টোবর, ২০১৪