...


আমি এখন পাথর হয়ে বালি হয়ে ছড়িয়ে আছি
ছড়িয়ে আছি ঘাসের বুকে জলের কণায়
কোনও অভিমানে চলে আসিনি তোকে ছেড়ে
কিন্তু রেখে আসিনি এক লহমার ভালবাসাও। তবু
জানতে ভীষণ ইচ্ছে করে, এখন তুই কেমন আছিস?


বুকের ভিতর এখনও কি তোর মোচড় মারে?
এখনও কি রাত্রি হলে পাশবালিসে আমায় খুঁজিস?
এখনও কি জলের গ্লাসে, জামার বোতাম, কাঁধের ব্যাগে
কিংবা ভোরের আলোয় পাশে তাকাস মুখ দেখতে?
না কি, সেদিনের শূণ্য খাঁচায় বাসা বাঁধলো অন্য পাখি!


কোন সে পাখী? কেমনতরো?
জানতে ভীষণ ইচ্ছে করে...


... ... ...
কোন্নগর,
৪ জানুয়ারি, ২০১৪