...দিনগুলো অসহ্য গঙ্গার জলের
মতো ঘোলাটে পঙ্কিল ঘূর্ণিপাক
সেই জলে ভেসে বেদনারা চলে যায়
কোন অজানায়


এখনও শহর ছাড়েনি শীত, ভোররাতে
কুয়াশার হানা খিড়কিতে। শিউলিরা আসেনি
এখনও, তবু বলে দিতে পারি, এতদিনে
বিবর্ণ হয়েছে ঠিক সাদা পাপড়িগুলি


বেলা বাড়ে পেঁয়াজের মতো খোসা ছাড়াতে ছাড়াতে
ক্রমেই ফ্যাকাশে হতে হতে ক্ষয় হতে হতে
মন খারাপের রেশ লেগে থাকা মেঘ
ঝুলে থাকে মাথার উপর


সব ঠিক, তবু তো সূর্য ওঠে মনুমেন্টের মাথায়
ঘোড়ার বাচ্চারা দিনে দিনে নিতম্বিনী হয়
আর সবুজের ঝোপে ওড়ে প্রজাপতি
চাঁদ এসে দোল খায় ভিক্টোরিয়ার পরীর কাঁধে


হৃদয় বেয়ে স্রোতের মতো বয়ে যায় আলো
নীল নিলীমায় গুন গুন করে বাজে সুর
ভোরে বা সন্ধ্যায়। আকাশে ভাসিয়ে যাই
‘ভালোবেসে সখী নিভৃতে যতনে...’


কোন্নগর
১৪ ফেব্রুয়ারি, ২০১৫