~~~
প্রবৃত্তি আর নিবৃত্তির চিরায়ত দ্বন্দ্বের মাঝে
এক কোণে চুপ করে বসে আছে
সবুজ ময়দান
প্রকৃতির হাওয়া আজও বুকে খেলা করে
ঘাসেরা মাথা তোলে, দোল খায়
পাখি এসে খুঁটে খায় পোকা ও মাকড়


জীবনযন্ত্রণা থেকে মুক্তি পেতে
বার্ষিক সমাবেশ হয়ে গেল কাল
সেই মাঠে
‘জাগতিক দুঃখ থেকে পরিত্রাণ পেতে
ঈশ্বরই সহায়’ শুনে এক প্রৌঢ়া বলে গেলেন,
‘আবার পরের বছর ফের দেখা হবে’।


কে জানে কোথা থেকে উড়ে আসে আশা,
প্রেম জাগে বেদেনীর মনে, মরুভূমে
রস ছলকায় শুকনো খেজুর গাছে।
‘মুক্তি দাও, মুক্তি দাও হে ঈশ্বর’ বলেছেন যিনি কাল
নাতির মাথায় হাত রেখে হেসে আজ তিনিই
বলেছেন, ‘শতায়ু হও দাদুভাই... ‘


নিবৃত্তি খোঁজার এই প্রবৃত্তির অনিবৃত্ত টানে
এভাবেই সকাল-মধ্যাহ্ন-অপরাহ্নবেলা
অন্ধকার ভেদ করে আলোকের মায়ার খেলা...


~~~


(মার্চ, ২০১১, ‘না’ পত্রিকার প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত)