সূর্য এখন নিজের জ্বালায় জ্বলছে।
মাথায় জল ঢালবে যে মেঘবালিকারা
কালবৈশাখীর প্রেমে পড়ে ঊধাও


আকাশে লেগেছে চৈত্রের গাজন।
শূণ্যে চড়কে পাক খাচ্ছে বোলতারা
মাথার উপর ঝাঁপ দিচ্ছে ভ্রমর


শুধু, প্রজাপতিটা বলে গেল --
‘নতুন সময়টাকে টেনে আনতে যাচ্ছি,
আরও একটু না হয় দাঁড়িয়ে যাও..


কলকাতা
১০ এপ্রিল, ২০১৫