শব্দের ভাঙ্গনস্পৃহা বুঝেছে সে
নিঃশব্দে প্রেমের স্রোতে ভেসে



দহনে পোড়ে মনের মাঠ, দহনে বড় জ্বালা
খোলা ময়দানে মধুচন্দ্রিমা, বদল বরমালা
দহনে সুখ, দহনে তৃষ্ণা জাগে দেহের সনে
পোড়ারমুখো কৃষ্ণ আমার, এলেন কি কুক্ষণে  



নৌকার বুকে চাঁদের আলোয় জলের গান শোনে
মনরে আমার, বাজছে বাঁশি, দূরের তমাল বনে



ডাকছে চাতক 'স্ফটিক জল'
কোথায় তা সে পাবি
নদীর বুকে চাঁদ মিশেছে,
রাধার নাকছাবি
পিরীতি গাঙ্গে বান ডেকেছে,  
চল, যমুনায় না'বি