ঘাম ঝরে... ফোঁটা ফোঁটা শুকনো ধুলোয়
অকস্মাৎ ছুটে যায় ইট বা পাথর
নিশানা অব্যর্থ নয়, ভাঙে নিজেরি ঘর
ক্রমে আরও ক্ষীণতর প্রতিবাদী স্বর
.
প্রতিবাদী কোনওদিন চাঁদরাত দেখেছে কিনা
তর্কহীন। জীবন জুড়ে থাকা দীর্ঘ অমারাত
ধারালো সঙ্গীনের মত বিঁধে রয়েছে পাঁজরে
স্বপ্ন ভাঙে মূহুর্মূহু...দিনরাত...অন্তরে বাইরে
.
প্রশ্নচিহ্নের জাল ঘিরেছে স্বপ্নভাঙ্গা মন
-‘ও কেন সঙ্ঘ ভেঙ্গেছে? বর্ণমালা? একা?’
বর্ণমালা। ভাঙ্গা শাঁখা। ছেড়া ঘর। হা মানব,
কত পথ পার হলে তবে পাব দেখা?
----
বসিরহাট,
২৪ সেপ্টেম্বর, ১৯৯৪