সোজা সাপটা বলাই ভাল
ইনিয়ে বিনিয়ে কী দরকার
শরত দিনে শিউলি ফুলে
গোলাপগন্ধ মিশেল দেওয়ার?
.
তোমার হাসি মুক্তো হয়ে
দেদার ঝরে। মুচকি হাসি
ঠোঁটটি চেপে কাঁপিয়ে দিচ্ছে
মনপুকুরের জলরাশি
.
ঠোটের কোণে বিজলি ঝলক
নাকের ফুলে ঝিলিক খেলা
আবার কখন দৃষ্টি উদাস
বজ্রগর্ভা মেঘের ভেলা
.
নোঙর ছাড়ি মাইল মাইল
তল মেলেনা নটিকেলেও
তুমি তখন ঢেউয়ে ঢেউয়ে
খিলখিলিয়ে হাসতে থাক
ছড়িয়ে পড়ছ কূল ছাপিয়ে
সাগরজলে ভাসতে থাক
.
থাক সে কথা। বলছি শোনো,
অনেকদিন যা বলতে চাইছি
কেন যে ছাই হারিয়ে যায়
মনের কথা দেখা পেলেই
ভুস করে ডুব কোন অতলে
তবুও বলি, হয়নি দেখা
সেদিন থেকে মেঘটা যেদিন
পালিয়ে গেল, হারিয়ে গেল
হাওয়ায় ভেসে আসছি বলে
.
সেদিন থেকে হয়নি দেখা
অলস দিনে বা সঙ্গোপনে
রোদেল দিনেও আঁধার এল
হৃদয় উথাল, এলোমেলো
ভাবতে চাইছি, ফিরছে আলো
জমকালো প্রেম পাগল পেল...
.
খুঁজেই মরি, এমন কেন
বকুল গন্ধে মাতাল যেন
বোকার মতো ভালবাসা!
কিন্তু আমার,সত্যি বলছি
অঙ্ক বইয়ে নামতা খাতায়
ছিল না এত ডোবা-ভাসা!
...