দহনবেলায় খয়েরী হয়েছে ঘাস
পায়ের তলায় শুকনো পাতার শ্বাস


রাত চেয়ে দেখে তালতমালের ছায়া
আগুনে সেঁকেছে রোদ দুপুরের মায়া


ভাঙ্গা দেয়ালের কোনে ঝুলে আছে শাড়ি
কবেই দগ্ধ হৃদয় করেছে আড়ি


এই শাড়িতেই হলুদ-তেলের ছাপ
তারই ফাঁসে ঝুলে মিটিয়ে দিয়েছে পাপ


আগুন ছোঁয়নি তাঁকে, করেনি ছাই
জীবন সে ছিল আগুনের তুতো ভাই


মৃত্যু হারিয়ে ভাসে জীবনের ভেলা
দহনবেলায় অগ্নিশুদ্ধি খেলা।