(হাংরি জেনারেশনের কবি উত্পল বসুর মৃত্যুর সংবাদ পেয়ে তাতক্ষণিক লেখা)



বসন্তদিন এখনও হয়নি দেখা
শরত আকাশ রোদে জ্বলে পুড়ে যায়
হাংরি দুনিয়া বাদামপাহাড়ে ঘোরে
নীল উৎপল শূণ্যে মিলিয়ে যায়।


যুদ্ধ করার ভাষার চেহারা পেতে
ঝড় সামলায় খারুশ ঝাপটা দেহ
খোঁজে বন্দুক প্রতিষ্ঠানের গর্দান তাক!
ক্ষুধার এতটা মূল্য দেবে আর কেহ?


শোন লোচনদাসের বাদামপাহাড় কথা।
গপ্পো শুনেছ, রামের নীলকমল
নাকি চুরি গিয়েছিল! এবার কিন্তু
সত্যিই কমে গেল শরতের উৎপল।


কোন্নগর
৩ অক্টোবর,২০১৫