সাগর কখনও জানে
ছুঁয়েছিল কার মনে
কাকেই বা টেনেছিল সে।
#
তবু চঞ্চলা নদী-মেয়ে
মাইল মাইল প্রেম বয়ে
সাগরের বুকেই শুয়েছে
#
পার হয়ে শঙ্খবেলা
নিভৃত অন্যতর জ্বালা
বয়ে নিয়ে দিনান্তের দিকে
#
জল ছুঁয়ে সন্ধ্যা নামে
চাঁদ ওঠে নিশীথযামে
মৌনী বনানী জেগে থাকে।
##