জঙ্গলে থাকে ওরা মঙ্গলে খায়
বুধ-বেষ্পতি ওরা উপবাসে যায়।


অনাহার কভু নয়, মাংসের টুকরো
শুক্রতে জুটে যায় পায় যদি কুঁকড়ো।


ফোটে মাইলোর দানা, শাকটা আলুনি
নুন কোথা পাবে বল? বারটা তো শনি!


রবি-সোম ফের ঘুম দেয় ফাঁকা পেটে
সরকারি কাজ জোটে, বেতন না জোটে।


মহুয়ার রস খায় আর লাথি-ঝাঁটা
জঙ্গলে এমনটা চলে রে জীবনটা


নেতা এসে বলে যায় তাঁর সাথে শুলে
সবই সে পেয়ে যাবে এই জঙ্গলে


এর পর যদি কেউ তুলে নেয় টাঙ্গি।
হয়ে যাবে মাওবাদী, সশস্ত্র জঙ্গী।