বাতাসে ছিল না বারুদের কড়া গন্ধ
আকাশ জ্বালায় সূর্যের চড়া রোখ
আলোচনার পথ করেছিল বন্ধ
আচমকাই নামিয়ে আনল শোক


পলাশ ছড়াল পাপড়ি পথের ধারে
ছড়াল পাপড়ি এগারো তরুণ বৃক্ষ
লাজে ভয়ে রক্তকরবী বুঝি মরে
প্রাণ দেওয়াটাও কি নিতান্ত সূক্ষ্ম!


রেলপথ থেকে রাজপথে জয়মালা
শহিদ-স্বজন আগুন সাজিয়েছিল
কান্না-ভোলা আগুন দহনজ্বালা
ভাষার আখরে দ্রোহবীজ বুনেছিল


সেবীজ আজও গজায় অযূত চারা
মহীরূহ হয়, ছায়া দেয় ভাষাঘরে
রক্তরাঙা নিশানে মায়ের সাড়া
ঊনিশে মে ভাষাশহর শিলচরে