পাহাড়ের গা বেয়ে নেমে এসেছিলে
ভাবো পাহাড়ের কোনও অনুভূতি নেই!


হা মুর্খ, তোমার শিরায় শিরায়
বহমান তেজ বহ্নি তো সেই


না হলে দেহের জ্বালা মেটাতে
নদীতে কেন তোল ঢেউ?


পুড়েছ কোথায়? সে তুমিই জান
আর জানে না তো কেউ!