দিনগুলো অসহ্য লাগে, রাতেও বিষম ভয়
কাল ঝরেছে রক্ত, আজ না জানি কি হয়
স্নায়ু টানটান, মনে ওঠে ঝড়, কেন এসব?
কার পাপে এই কচি ফুলগুলো নিথর শব!


দিন যদিও বা শুরু হয়েছিল রোদে আলোয়
শুভেচ্ছা ছিল, দিন কেটে যাক ভালো ভালোয়
দু-হাজার ষোল মধ্য ষোড়শে মৃত্যুমুখী
অথচ, এখন কথা ছিল হবে যৌবনসুখী।
হঠাৎ কোথায় বিস্ফোরণ বা চাপাতি চলে
ধর্ম মরেছে। ধর্ম মারছে, মরতেই বলে।


কালো হলে মরে খ্রিস্টান দেশে মাছির মত
হিন্দুর দেশে কালবুর্গিরা মরছে কত
মুসলমানির প্রমাণ রাখতে মদিনায় মারে
ঈদের নামাজে ককটেল ফাটে ধর্মের তরে!
ট্রেনেও মরছে, হোটেলে মরছে শুধু মানুষ
তৃষ্ণা মেটাতে জেহাদী চুষছে রক্তের জুস


কে আছ ভাই, হাঁকো একবার হায়দরী হাঁক
মরণদূতেরা দুনিয়া থেকেই দূর পালাক
দরকার নেই হেভেন, স্বর্গ বা জন্নতে
জীবন জিতুক, মানবতা থাক মৈত্রীপথে।