পথে পথে ছড়িয়ে রয়েছে পলাশ কুসুম
আ-শিরচরণ ঘিরেছে কোন মরণের ঘুম
কবন্ধ রাতের কোটরে উদাসী বিকেল,
বসন্তে বা মে-দিনে টিয়ার গ্যাস, পাটকেল
এবং গুলির ক্ষত, আর পথে পথে শুয়ে পড়া
মধ্যরাতে শোকার্ত ঘরে ভারী বুট, কড়ানাড়া
এসব ঘটে গেছে। আর, শুরু ফিকে হওয়া আঁধার।
হৃদয়ে হৃদয়ে উঠেছে তীব্র নিষাদে অঙ্গীকার
আলোর ফুলকিরা বর্ণমালায় ফোটে, জ্বলন্ত অক্ষর
বোবা যন্ত্রণার বিস্ফোরণ, গর্জায় প্লুতস্বর।


ওরা বলেছিল, 'ভাষার ন্যায্য সম্মানটুকু দিন'।
ভুল কিছু? মুকুট-দ্যূতি আজও অমলিন।
কাঁটার পোশাক দিলে? বুলেটের হার?
সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার
কিংবা কমলা-কানাই-বীরেন-সত্যেন মহান
ঢাকা-শিলচরে বুকের রক্তে ভাষার স্নান
বাংলায় গান গায় পথে ঝরা পলাশ কুসুম
মাতৃভাষা চেয়ে তারা পেয়েছে অগ্নিশেল-চুম
গাছ-পাখী ফুল-ফল পাহাড় নদী গায় তার গান
রক্তে রাঙা ভাষায় তিমিরবিনাশী ভোরের সন্ধান।