তিন যুগ ধরে আমি একটা ছায়ার আশায় ঘুরছি
যে আমাকে খর রোদে আগলে রাখবে
আমার দুর্দিনে মাথায় হাত রেখে বলবে
চিন্তা করো না,আমি আছি তোমার সাথে।


খারাপ সময়ে সাহস দেবে,পাহাড়কে দেখিয়ে বলবে,
দেখ কত ঝড়বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে মাথা উচু করে।


তারপর,বেরিয়ে পরবে আমাকে নিয়ে
নীলগিরি,রাতারগুল,জাফলং,হিমছরি,সুন্দরবন,বান্দরবনের উদ্দেশ্যে
সখ্যতা গড়ে দিবে হলুদ উজ্জল পাহাড়ি মেয়েটির সাথে।


দিনশেষে ক্লান্তি এলে ঘুমের ঘোরে আমাকে দেবে পঙ্খিরাজ
অনন্ত সুখে ভাসতে ভাসতে আমি পারি দেব মহাকাল ।