তোমার কাছে এলে আমি এখন চুপচাপ থাকি,দ্বিধাদন্দে ভুগি,
চিন্তায় পরে যাই,ভাবনার সমুদ্রে হারাই।


তুমি যদি আবারো জানতে চাও আমার দেশের কথা,আমার গ্রামের কথা,সবুজের,ধানক্ষেতের,ভাত শালিকের, নদীর,নারীদের কথা।
যদি বায়না ধর ঘুরে আসার শালবন বিহারে, টাঙ্গন হাওরে,দক্ষিনের সমুদ্রে,রাতারগুলে,পাহাড়ে,নীলাচলে
আমি কি বুঝাবো তোমাকে ওসব দূরঃঅবস্থার কথা।


আমি তোমাকে স্বপ্নময় করতে পারব
কেননা, আমি বাঙলাতেই স্বপ্ন দেখি এখনো।