আমি সুস্থ চোখে চেয়ে থেকেছি আর হারিয়ে গেছি
আমি তোমার শরীরে নিখোঁজ হতে চাইনি
আমি তোমার মনের বাগানে গোলাপ চারা রোপণ করতে চেয়েছি
তুমি আমাকে এক প্রান্তিক চাষী ভেবে সেচ দিতেই ভুলে গেলে
তুমি আমাকে কীটনাশক সার বিষ দিয়ে পুড়িয়েছো, নিরলজ্জ করেছো
বিশ্বাস করো আমি এমন ছিলাম না।


আমি শুনেছি তুমি ভালো নেই
তোমার জমিনের নতুন ইজারাদার সে নাকি অসুস্থ  
চাষাবাদে সুবিধা করতে পারছে না
কখন মেঘ আসে কখন বৃষ্টি নামে কিছুই নাকি খেয়াল নাই তার

তোমার অবিশ্বাসে আমি অপরিচিত দখলদার না
আমার যে কয়টা দিন তোমার উন্মাদনায় কেটেছে সেটা তোমার ইতিহাস
তুমি আমার সময় প্রতিদিন।