পাইপটা দাউদাউ করে জ্বলেছে অনেক দিন, আমাদের পিতার ঠোঁটে।
উনসত্তর, একাত্তর,পাকিস্তানি কারাগার কোথাও নেভেনি;
পদ্মা মেঘনা যমুনা ব্রম্মপুত্র সুরমাএবং বংপসাগরে নীল জলে মিশে আছে সেই ধোঁয়া।
কেবল তার পাইপের সুবাদে ধোঁয়ার কুন্ডলির কল্যাণে,আমরা পেয়েছি দেশ।


পচাত্তরএ আমরা একগুচ্ছ  বেইমান বুলেট দিয়েছি তাকে,ছোপ ছোপ রক্তের ফোটা নিভিয়ে দিয়েছে সব।