আমি পাহাড়ের কাছে যেতে চাইনা
কেননা তোমার অভিমানে হিমালয় আঁকানো
আমি আকাশের দিকে ফিরে দেখিনা
কারণ তোমার চোখের ইচ্ছেরা মেঘে লুকানো।  


আলোর কথা কি বলবো,জ্বলছে অবিরাম
ফুলের মাঝেও তুমি
অন্ধকার নামে তোমার কালো চুলে
বৃষ্টি কেউ নিষেধ করেছি আমাকে যেতে ভুলে।


আমি আর নদী দেখবো না স্রোত নাকি তোমার প্রিয়
জ্যোৎস্নায় ভেসে
নক্ষত্র পতনের সাক্ষী হবো
কমবেনা তবুও আড়ি।