তুমি বলেছিলে একদিন, নৌকোতে ভাসবে হাওড়ের জলে আমার সাথে
শাপলা শালুকের দল,
ধীরস্থীর জল,
তোমার সুকোমল হাত ছুঁয়ে যাবে,,,
যে স্পর্শ তুমি দাওনি আমায় এখনো।
বাতাসের উত্তাল ঢেউয়ে তুমি এসে মুখ লুকোবে আমার বুকে।
আমি হিসাব কষবো তোমার প্রতিটি উত্তপ্ত নিঃস্বাসের,
আমার হাত ছুটবে শৃংখলে আবদ্ধ সাজানো বাগানে,
পরিচর্যা করতে চাইবে তোমার অনাবাদী ভুমিটুকু
তুমি নির্দিধায় দিবে সহজ অনুমোদন আমাকে।
শুধু বল নাই তুমি আমার স্বপ্ন সংগিনী ছিলে বহুকাল।