অভিযোগের পরে একটা বসন্ত কেটে গেলো
কই আমি কিছু বলিনি
উল্টো স্বার্থপর সৈনিকের মতো নিজের প্রয়োজনে
রক্তাক্ত  করেছো  আমাকে
অনুশুচনা করোনি কোন দিন।


চব্বিশ ঘণ্টায় একবারও
অন্য কিছু ভাবার সময় নেই আমার
আমার চিন্তায় কখন যে ঘরবাড়ি বেধেছো
আমি জানি না; আমি কোনকিছু বুঝে ওঠার আগেই
দখলে নিয়েছ অস্থি মজ্জা হাড়গোড় দৃষ্টি অনুভূতি
ইচ্ছেদের করেছো পাহারাদার।


আমার অবিশ্বাসী মন প্রার্থনা করতে জানেনা
তবুও শুভকামনা করছে অবিরাম
ভালোথাকতে বাধা হইনি
নিজেকে আড়াল করে
ব্যাথায় কাতরেছি প্যারালাইজড রোগীর মতো।


যেটুকু অবসাদ আমাকে ঘিরে রেখেছে  
দিচ্ছে নতুন জীবনের ইশতেহার
আমি আমার নিয়মের বাইরে এসে শুনছি অনুচিত ফরমায়েশ  
আমাকে দিয়ে এতো কিছু করিয়ে
সুখে আছো তো।