আমি তোমাকে নিয়ে কাব্য লিখতে চাইলাম
তুমি আমার ছোট গল্পের শিরোনাম হলে
আমি তোমাকে যত্ন করে লুকিয়ে রাখলাম অক্ষরের ভাজে শব্দের ভেতরে
তুমি ইচ্ছেমতো লাইন চূত্য কথামালা হলে


আমি তো তোমার ঘোলা জলে ডুবে থাকার অভ্যাস বুঝিনি
নইলে কি আর কোন মাতাল ঢেউ এসে
আমাকে তোমার কাছে ভিড়তে দিতো
ঝিনুক মালায় গাঁথতে পারতে আমাকে?


আমি তোমার শাড়ির আঁচল গড়িয়ে ঝর্ণা নামতে দেখেছি
আর ভুল করে দুমড়েমুচড়ে পরেছি জংলী পাথরে
আমি তোমার খোলা চুলে মেঘেদের আনাগোনা ভেবে
বৃষ্টির প্রত্যাশা করেছি,ভিজতে চেয়েছি
হিসেবে কষে দেখি আমবস্যা।


তোমার চোখে এতো মায়া কেন?
আমি কি ডুবুরি নামাব তল্লাশি করবো
আচ্ছা থাক তুমি নাকি সবুজ আর নীলের তফাৎ বোঝো না।