এই যে ছেলেটা ভালো বেসে শতবর্ষী গাছ হয়ে গেল
এখন শাখা-প্রশাখায় পাখিরা বাসা বাধছে
নিস্বংগ নিশ্চুপ দাঁড়িয়ে আকাশ দেখছে
তবুও মেয়েটার মনে একটা গোলাপ ফুটলো না।


অথচ ভালো বাসলে ওষ্ঠে ফুটতো সুন্দরবনের নাম না জানা কত ফুল
মৌচাকের বাসা গড়িয়ে ঝরতো কতো মধু
একবার একটু ভালো বাসলেই
খরস্রোতা পদ্মা নদী পার ভেঙে উপচে পরতো
ঘূর্ণিপাকে মিশে থাকতো আমরণ।


শূন্যতার ক্ষত নিয়ে প্রতিক্ষায় দিন কাটাবে
এক মরু তৃষ্ণা বুকে নিয়ে
অতৃপ্ত গাঙচিলের সাথী হয়ে ফিরে আসবে
অচেনা পূর্ণতা।