এই সেই মেয়ে
চোখে মুখে ভালোবাসা জমিয়ে রাখে
ইচ্ছে মতো সংক্রমিত করে পুরুষের মন
রাতজাগা তারাদের সরিয়ে ঢুকে যায় স্বপ্নে
ভোরের নিস্তব্ধতা ভেঙে পাখি হয়ে উড়ে যায়


এই সেই মেয়ে
মখমলের বিছানা থাকে অপেক্ষায়
শত ব্যস্ততায় ছড়ায় উষ্ণতা
বাসে ট্রেনে রাস্তায় দেখি প্রতিদিন
কালের সাক্ষী ভেঙেচুড়ে বদলে ইতিহাস


এই সেই মেয়ে
গড়ে সমাজ উৎকর্ষএ ঘোরে অর্থনীতি
খোলাচুলে মেঘ নিয়ে ভাবনায়
তার অবদান স্বীকৃত সভ্যতায়


এই সেই মেয়ে
যার জন্য ভালোবাসা আজ ছোঁয়াচে
শুন্য কেবল পাহাড়ের বুক
আমাকে দিয়েছে সুখের অসুখ।